পুলিশের গুলিতে যুবকের মৃত্যু। ফের উত্তেজনা কালিয়াগঞ্জে, পুলিশ সপাটে গুলি চালিয়েছে আর তাতেই যুবকের মৃত্যু হয়েছে। অভিযোগ গ্রামের বাসিন্দাদের। গত মঙ্গলবার রাজবংশী আদিবাসীদের আন্দোলনে থানা জ্বালানো। রাজ্যজুড়ে হৈচৈ। সেই কাণ্ডে গ্রামে রাতে ঢুকে পরেছে পুলিশ। তদন্তের নামে আন্দোলনের সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার করতে যেতেই বচসা বাধে। হাতাহাতি থেকে সোজা পুলিশের গুলি চালানোর অভিযোগ উঠল। আবার তেতে উঠেছে পুলিশের বিরুদ্ধে গ্রাম। গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার রাতে ঘটনাটি ঘটে কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলে। সূত্রের খবর , মৃত যুবকের নাম মৃত্যুঞ্জয় রায়( ৩৩)। মৃতের বাড়ি রাধিকাপুর অঞ্চলের চাঁদগাও গ্রামে।
এলাকার মানুষের অভিযোগ বুধবার গভীর রাতে থানা জালানোর অভিযোগে গ্রামের এক বাসিন্দার বাড়িতে পুলিশ হানা দেয়। তাকে না পেয়ে তার বাবাকে তুলে আনতে গেলেই বচসা থেকে হাতাহাতি। গ্রামবাসীরা পুলিশের পথ আটকায়। অভিযোগ, বেগতিক বুঝে পুলিশ গুলি চালায়। শরীরে গুলি লাগায় গুরুতর জখম হন মৃত্যুঞ্জয় রায়। গভীর রাতে স্থানীয়রা কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।
Comments :0