জগৎবল্লভপুরের হাওড়ার আমতা রোডের জগৎবল্লভপুর দু নম্বর পোলের সামনে লরি ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক জনের। ঘটনায় আহত হয়েছেন ৫ জন। জানা গেছে মঙ্গলবার সকালে জগৎবল্লভপুর থেকে ডোমজুড় যাওয়ার সময় ইঞ্জিনভ্যানকে উল্টোদিক থেকে দ্রুত গতিতে আসা লরি ধাক্কা মারে। ঘটনস্থলেই মৃত্যু হয় একজনের। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় এলাকায় তুমুল আলোড়ন দেখা দিয়েছে। ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ জন ছিটকে পড়ে যায় রাস্তায়। ঘটনাস্থলে মারা যান নিকুঞ্জ দলুই নামে একজন। রক্তাক্ত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Accident
হাওড়ার জগৎবল্লভপুরে দুর্ঘটনা, মৃত এক, জখম ৫
×
Comments :0