Accident

সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় গুরুতর জখম বাইক আরোহী

জেলা

জলপাইগুড়ির মোহিতনগরে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর‌ জখম হলেন এক ব্যক্তি। মঙ্গলবার সকালে সিমেন্ট বোঝাই একটি লরি স্থানীয় এক বাইক আরোহীকে‌ ধাক্কা মারে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি সদর ব্লকের মোহিতনগর‌ সংলগ্ন চৌরঙ্গি এলাকায়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। যার জন্য স্তব্ধ‌ হয়ে যায় জলপাইগুড়ি-শিলিগুড়ি রুটের সমস্ত যানবাহন চলাচল। এলাকার বাসিন্দাদের অভিযোগস্টার সিমেন্ট কারখানা থেকে বের হওয়া লরির জন্য মাঝে মধ্যেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে‌। গুরুতর জখম‌ বাইক‌ চালককে ‌জলপাইগুড়ি‌ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন‌ তারা। ফ্যাক্টরি গেট অবরোধ করে স্থানীয়রা। জানা গেছে আহত বাইক আরোহীর নাম মনা দত্ত।  তিনি স্থানীয় ব্যবসায়ী।

Comments :0

Login to leave a comment