লালবাগ সেন্ট্রাল জেলে গিয়ে মিথ্যা মামলায় আটক থাকা কংগ্রেস কর্মীদের সাথে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। মিথ্যা মামলায় অভিযুক্ত রানীনগর -২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেস নেতা কুদ্দুস আলির সঙ্গে দেখা করেন তিনি। উল্লেখ্য কুদ্দুস আলির জামিনের আবেদন গতকালই মঞ্জুর করা হয়েছে আদালতের পক্ষ থেকে।
জেলের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘পুলিশ এবং তৃণমূলের যৌথ ষড়যন্ত্রের শিকার কুদ্দুস। তার ওপর দল চাপ দিচ্ছে পুলিশ তৃণমূলে যাওয়ার জন্য। কংগ্রেস কর্মীরা সেই চাপের সমানে মাথা নত করছে না তাই জেলে যেতে হচ্ছে মিথ্যা মামলায়। গরীব পরিবারের ছেলে কংগ্রেস করে এটাই অপরাধ, তৃণমূল পুলিশের চাপের কাছে মাথা নত করেনি এটাই অপরাধ তাই জেল খাটতে হয়েছে।’’
Adhir Chowdhury
লালবাগ সেন্ট্রাল জেলে আটক কর্মীর সাথে দেখা করলেন অধীর
×
Comments :0