চোপড়ার পিয়ারিলাল চা বাগান দখল কে কেন্দ্র করে মালিক পক্ষ ও আদিবাসীদের মধ্যে সংঘর্ষে গুলিতে আহত বেশকয়েজন। সোমবার সকালের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে বাগান মালিক এবং আদিবাসীদের মধ্যে বাগান দখল কে কেন্দ্র করে ঝামেলা চলছিল।
এই নিয়ে একাধিক বার আন্দোলনে নামে আদিবাসীরা। সোমবার সেই বাগান দখল কে কেন্দ্র করে মালিক পক্ষ ও আদিবাসীদের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেই গুলি চালানো হয়েছে বলে আহতরা জানিয়েছেন। এখনও এলাকা উত্তপ্ত রয়েছে বলে জানা যাচ্ছে।
গুলি চালানোর ঘটনায় ১৩ জন আহত হয়েছেন। তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
Comments :0