চন্দ্রযান ৩ এর সাফল্যের পর সূর্যযান মহাকাশে পাঠালো ভারত। শনিবার বেলা ১১ টা ৫০ মিনিট নাগাদ সূর্যের দিকে পারি দেয় ইসরোর মহাকাশযান আদিত্য এল-১। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে যে ১৫ লক্ষ কিলোমিটার পথ পার করবে এই মহাকাশ যান। সৌর জগৎ সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য পাঠানো হয়েছে এই মহাকাশ যান।
আদিত্য এল-১ এ মোট সাতটি সাতটি স্তর রয়েছে। সূর্যের উত্তাপ, সৌরপদার্থের নিঃসরন, সৌরঝড় সম্পর্কিত বিভিন্ন বিষয় বিঞ্জানীদের বুঝতে সাহায্য করবে এই সৌরযান।
এই অভিযানে জন্য মোট বরাদ্দ হয়েছে ৩৭৮. ৫৩ কোটি টাকা। এই অভিযানের ফলে সৌরজগতের বিভিন্ন তথ্য ভারতের হাতে আসবে বলে মনে করছেন বিজান মহল।
Aditya L1
সফল আদিত্য এল-১ এর উৎক্ষেপন
×
Comments :0