কলকাতার রানী রাসমণি এভিনিউ—এ মঙ্গলবার বিশাল কৃষক সমাবেশ করতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষকসভা। মার্কসবাদী পথ’র তরফে সেই প্রতিবাদ সমাবেশকে সংহতি জানিয়ে একটি ভিডিও প্রস্তুত করা হয়েছে। ভিডিও বার্তায় সারা ভারত কৃষকসভার সহ সভাপতি হান্নান মোল্লা দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বলেছেন, ‘‘দিল্লির দিকে যখন এলাম, তখন সরকার রোখার অনেক চেষ্টা করল। লাঠি চালাল, রাস্তা কেটে দিল। কিন্তু রুখতে যখন পারল না, তখন বলল দিল্লি ঢুকতে দেব না। আমরা বলেই ছিলাম, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ হবে। যেখানে আটকাবে, সেখানে বসে যাব।’’
ভিডিও বার্তায় পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষকসভার সভাপতি বিপ্লব মজুমদার বলেছেন, ‘‘কলকাতার রানী রাসমণি এভিনিউ-এ পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষকসভার ডাকে এক কৃষক সমাবেশের আহ্বাণ করা হয়েছে। এই সমাবেশে সারা রাজ্যের ২১টি কৃষি প্রধান জেলা থেকেই কৃষকরা আসবেন। এই সমাবেশ আমাদের কাছে চ্যালেঞ্জের। চ্যালেঞ্জ মোকাবিলা করেই সমাবেশ হবে, এবং নতুন পথের দিশা দেখাবে। ’’
মার্কসবাদী পথের তরফে ভিডিও-তে বার্তা দেওয়া হয়েছে, ‘‘আপনি বেশি দামে জিনিস কেনেন। আমি চাষ করে ফসলের দাম পাইনা। কলকাতায় কৃষকরা। সামিল হন আপনিও। কেন্দ্র রাজ্যের নীতি বদলের লড়াইয়ে কৃষক সমাবেশ।’’
মঙ্গলবারের সমাবেশে বক্তব্য রাখবেন সারা ভারত কৃষকসভার সভাপতি অশোক ধাওয়ালে, সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণান, পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষকসভার সম্পাদক অমল হালদার, হান্নান মোল্লা প্রমুখ। সভা পরিচালনা করবেন বিপ্লব দাশগুপ্ত।
কৃষক নেতৃবৃন্দ জানিয়েছেন, হাওড়া রেল মিউজিয়াম এবং শিয়ালদহ স্টেশন থেকে ২টি মিছিল করে কৃষকরা ধর্মতলায় আসবেন।
Comments :0