AUSTRALIA VS SRI LANKA

২০২৩ ক্রিকেট বিশ্বকাপে প্রথম জয় পেল অস্ট্রেলিয়া

খেলা

cricket world cup 2023 india pakistan cricket indian sports bengali news australia sri lanka

শ্রীলঙ্কা ২০৯ (৪৩.৩ ওভার) 

অস্ট্রেলিয়া ২১৫/৫ (৩৫.২ ওভার)

৮৮ বল বাকি থাকতেই শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। এবং এই জয়ের হাত ধরে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজ পেল টিম অস্ট্রেলিয়া। সোমবার লখনউ-এর একানা স্পোর্টস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। কিন্তু মাত্র ৪৩.৩ ওভারে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস, মাত্র ২০৯ রানের মাথায়। জবাবী ব্যাটিংয়ে ৩৫.২ ওভারেই প্রয়োজনীয় রান সংগ্রহ করেন অজিরা। 

শ্রীলঙ্কার দুই ওপেনার, পাথুম নিশাঙ্কা(৬১) এবং কুশল পেরেইরা (৭৮ ) বড় রান পেলেও বাকিরা কেউ ব্যাটে রান পাননি। সামান্য চেষ্টা করেন চরিথ আশালঙ্কা(২৫)।  অজিদের হয়ে অ্যাডাম জাম্পা ৪টি উইকেট, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক ২টি করে উইকেট এবং গ্লেন ম্যাক্সওয়েল ১টি উইকেট সংগ্রহ করেন। 

জবাবে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ ছাড়া সব অস্ট্রেলিয়ান ব্যাটার নিয়মিত রান যোগ করতে থাকেন স্কোরবোর্ডে। মিচেল স্টার্ক এবং জশ ইংগ্লিস অর্ধ-শতরান করেন। শ্রীলঙ্কার হয়ে দীলশান মধুশাঙ্কা ৩টি এবং দুনিথ ওয়েল্লালাগে ১টি উইকেট নেন। বাকি বোলাররা এদিন ব্যাটিং লাইন-আপের মতোই নিস্তেজ ছিলেন। 

Comments :0

Login to leave a comment