mob lynching

প্রকাশ্য রাস্তায় অটিজম আক্রান্ত যুবকে মার,
অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করছে পশ্চিমবঙ্গ অটিজম সোসাইটি

রাজ্য কলকাতা

রবিবার সন্ধ্যায় রাসবিহারীতে প্রকাশ্য রাস্তায় আক্রান্ত হলেন অটিজম আক্রান্ত এক যুবক। আক্রান্ত যুবকের নাম অমিত্রজিৎ বিশ্বাস। রবিবার তিনি দক্ষিণ কলকাতায় এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ করেন কয়েক জন স্থানীয় যুবক তার পথ আটকে কটুক্তি করতে থাকে। সে তার প্রতিবাদ করলে তাকে বলা হয় রাস্তায় নাচতে। তাদের কথা না মানায় প্রকাশ রাস্তায় ওই যুবককে মাটিতে ফেলে মারধর করা হয়। স্থানীয় এক অটো চালক তাকে সেখান থেকে উদ্ধার করে। তাকে এমন ভাবে মারধর করা হয় যে তার শরীরের বিভিন্ন জায়গায় এখনও আঘাতের চিহ্ন রয়েছে। সূত্রের খবর এমআর বাঙুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর এখন তিনি বাড়িতে রয়েছেন। 


চেতলার বাসিন্দা অমিত্রজিৎ ছোট থেকে অটিজম আক্রান্ত। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ অটিজম সোসাইটির সাথে যুক্ত। পশ্চিমবঙ্গ অটিজম সোসাইটির ডিরেক্টর ইন্দ্রাণী বসুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘অনেক ছোট থেকে অমিত্রজিৎ আমাদের সাথে যুক্ত। অটিজম আক্রান্ত হলেও স্বাভাবিক জীবন জাপন সে করে। রবিবার যেই ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার পর মানসিক ভাবে সে বিপর্যস্ত। যারা এই কাজ করেছে তাদের কঠোর শাস্তির দাবি করছি আমরা।’’ তিনি বলেন, ‘‘আমাদের সমাজে অনেকে আছে যারা অন্যের দুর্বলতা নিয়ে মজা করে, আনন্দ পায়। এই জিনিস বন্ধ করতে হবে। স্কুল, কলেজে এই ধরনের প্রবনতা আজকাল লক্ষ করা যাচ্ছে। এই বিষয় গুলিতে প্রশাসনের নজর দেওয়া উচিত। না হলে এই জিনিস কখনও থামবে না, চলতে থাকবে।’’


ইন্দ্রাণী বসু জানিয়েছেন এর আগেও অভিযুক্তরা তাকে হেনস্থা করেছে। সেই সময় সে তার মোকাবিলা করতে পারলেও রবিবার সে তার করতে পারেনি। তিনি বলেন, ‘‘কয়েক মাস আগে সকালে অভিযুক্ত যুবকরা অমিত্রজিৎকে পার্কের মধ্যে হেনস্থা করে। সেখানেও ওকে নাম করতে বলে। সেদিন ওই ছেলে গুলির সাথে ওর কথা কাটা কাটি হয়। অমিত্রজিৎ স্পষ্ট জানায় যে ভবিষ্যতে তাকে হেনস্থা করা হলে সে পুলিশে গোটা বিষবটি জানাবে।’’


রবিবারের এই ঘটনার পর সেদিন রাতেই টালিগঞ্জ থানায় আক্রান্তের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ইন্দ্রাণী বসু বলেন, ‘‘টালিগঞ্জ থানার আধিকারিকরা অমিত্রজিৎ সাথে কথা বলেছে। তার বয়ান নিয়েছে। তার সাথে প্রত্যক্ষদর্শীদের বয়ানও নেওয়া হয়েছে।’’ আক্রান্ত যুবক অভিযুক্তদের নাম না জানলেও তাদের দেখলে চিহ্নিত করতে পারেন বলে তিনি জানিয়েছেন।
কলকাতা শহরে এই ঘটনায় সমাজের এক অংশের মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে। তাদের কথায় শুধুমাত্র প্রতিবন্ধকতার সাথে যুক্ত ব্যাক্তিরা নয় এই ধরনের জিনিস চলতে থাকলে এবং প্রশাসনের পক্ষ থেকে কোন কঠোর ব্যবস্থা না নেওয়া হলে যে কোন ব্যাক্তিই আক্রান্ত হতে পারেন।

Comments :0

Login to leave a comment