Bhangor clash continue

মনোনয়নের শেষদিনেও উত্তপ্ত ভাঙড়, সংবাদমাধ্যমকে লক্ষ করে বোমা

রাজ্য

পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে উত্তপ্ত ভাঙড়ে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন উত্তপ্ত পরিবেশ। মনোনয়ন পর্বের শুরুর দুদিনই দুষ্কৃতীর মুক্তাঞ্চল গড়ে উঠেছিল। শেষ দিনেও পরিবর্তিত হলনা সেই পরিস্থিতির। পাওয়া যাচ্ছে মুহুর মুহুর বোমা ও গুলির আওয়াজ। তৃণমূলের দুষ্কৃতীদের আটকাতে প্রতিরোধ গড়ে তুলেছিল সিপিআই(এম) ও আইএসএফ কর্মীরা।  যার ফলে ভাঙড় ২ নম্বর ব্লকে কিছুটা পিছু হঠেছিল তৃণমূল। কিন্তু মনোনয়নের শেষদিন ব্যপক সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস।  পুলিশের দাবি কোন বোমাবাজি গুলিবাজি হয়নি। ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা গতকাল দাবি করেছেন যে, সিপিআই(এম) এবংআইএসএফ তাদের ওপর আক্রমণ করছে। উল্লেখ্য ভাঙড়ে মনোনয়নে বাঁধা দিতে এলে পাল্টা প্রতিরোধের মুখে পড়তে হয়েছে তৃণমূলকে।

বিডিও অফিসের ৩০০ মিটারের মধ্যে চলছে ব্যাপক বোমাবাজি। সংবাদমাধ্যমের কর্মীদের লক্ষ করে ছোড়া হচ্ছে বোমা গুলি। নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছে পুলিশ।


হাইকোর্টের নির্দেশ থাকলেও সন্ত্রাস কমেনি রাজ্যজুড়ে। কার্যত বিরোধী দলকে নিরাপত্তা দেওয়া তো দুর উল্টে সন্ত্রাস ও উত্তেজনার আটকাতে ব্যর্থ নির্বাচন কমিশন। এদিনও বিডিও অফিসের সামনে সন্ত্রাস চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আইএসএফ প্রার্থীরা যেন মনোনয়ন জমা করতে পারে সে কারণে বিডিও অফিসের বাইরে উপস্থিত হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনিও জানান বিডিও আফফিসের বাইরে দফায় দফায় বোমা বাজি করে তৃণমূল।

Comments :0

Login to leave a comment