Brinda Karat

পশ্চিমবঙ্গের লড়াই সারা দেশের কাছে নজির : বৃন্দা কারাত

রাজ্য

ছবি : রবীন গোলদার

সৌরভ গোস্বামী

 

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের সামনে দাঁড়িয়ে মহিলারা যেই লড়াই চালিয়েছএন তাকে কুর্নিশ জানালো সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারতীয় নেতৃত্ব। শুক্রবার রানী রাসমণি অ্যাভিনিউয়ে ‘প্রতিরোধ সমাবেশের’ ডাক দিয়েছিল মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। সেই সমাবেশে বক্তা হিসবে উপস্থিত ছিলেন মহিলা সমিতির সর্বভারতীয় নেতৃত্ব এবং সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত। 


তিনি এদিন বলেন, ‘‘মার খাওয়ার পরেও স্লোগান উঠছে এটাই প্রতিরোধের। এখানে শহীদ পরিবারের মহিলারা রয়েছেন। প্রিয়জনকে হারিয়েছেন। শোক রয়েছে। তারপরেও সাহস দেখিয়েছেন এই সমাবেশে আসতে। ভবিষ্যতে লড়াইেয়ের সাথে থাকার বার্তা দিয়েছেন। এটাই প্রতিরোধ। বাংলার এই লড়াই সারা দেশের কাছে উদাহরন।’’
পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের ভূমিকার প্রশংসা করে বৃন্দা কারাত বলেন, ‘‘পঞ্চায়েরত নির্বাচনে আপনারা লড়াই করে প্রার্থী হয়েছেন। ভোট পর্যন্ত লড়াইয়ে থেকেছেন। নানান নির্যাতনের পরে লড়াই থেকে সরে যাননি। কিছু জায়গায় জিতেছেন, অনেক জায়গায় হেরেছেন। কিন্তু আমাদের সঙ্গঠনের চোখে আপনারাই জয়ী হয়েছেন।’’


রাজ্যে তৃণমূল এবং বিজেপি উভয় শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে বামপন্থীদের। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘আপনাদের দুটো লড়াই করতে হচ্ছে। অন্য রাজ্যে তা হচ্ছে না। দিল্লিতে সংবিধানের ওপর বুলডোজার চালাচ্ছে মোদী। মহিলাদের অধিকার রক্ষায় আরএসএস এবং বিজেপি দুই শক্তিকে পরাজিত করার ডাক দেওয়া হয়েছে। সেই লড়াই চলছে। ৫ অক্টোবর দিল্লিতে সমাবেশ হবে। সারা দৃশেৃর মহিলারা আসবেন। এরাজ্যে মোদীর বুলডোজারের চালকের আসনে মমতা ব্যানার্জি। গনতন্ত্রের ওপর বুলডোজার চলছে। ফলে আপনাদের লড়াই সারা দেশে ব্যাতিক্রমি। সারা দেশের কাছে উদাহরন।’’


সারা ভারত গনতান্ত্রতিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ সমাবেশে কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ করে বলেন, ‘‘একদিকে গ্যাসের দাম বাড়ছে। ৪০০ টাকার গ্যাস ১২০০ টাকা দাম করে এখন ২০০ কমানো হচ্ছে।’’ রাজ্যে মমতা ব্যানার্জি সরকারের আমলে বাল্য বিবাহ, নারী পাচারের ঘটনা বেড়ে। বিভিন্ন সংস্থার রিপোর্ট তাই বলছে। রাজ্যে মহিলাদের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘এরাজ্যে বাল্য বিবাহ বাড়ছে। প্রকল্পের সুবিধা অধিকাংশ মহিলা পাচ্ছেন না। আর চলছে অধিকারের ওপর আক্রমণ।’’


পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘পঞ্চায়েতে মনোনয়ন দেওয়া, তারপর প্রার্থী হওয়া, ভোট গননার সময় যেই সন্ত্রাস তার মধ্যে মহিলারা থেকেছেন। প্রার্থী হয়েছেন। লড়াই সংগ্রামে থেকেছেন শেষ পর্জন্ত। এই দিন আমরা বদল করবোই। এই লড়াইয়ে আমরা সঙ্গে জুড়ে নেবো মিড-ডে-মিল কর্মীদের, প্যারা টিচারদের, নিয়োগ দুর্নীতির কারণরে বঞ্চিত চাকরি প্রার্থীদের, যারা অদুরেই অবস্থান করছেন তাদের। সরকারের প্রকল্প আমাদের করের টাকাতে চলে। এই প্রকল্পের দাবিতে যারা লড়াই করেছেন তাদেরও।’’

 

ছবি : রবীন গোলদার

Comments :0

Login to leave a comment