ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের ৪,৩১৩ ভোটে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় জয়ী হলেন। বিজেপি প্রার্থী তাপসী রায় পেয়েছেন ৯২৬৪৮ ভোট। তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় পেয়েছেন ৯৬ হাজার ৯৬১ ভোট। ৪ হাজার ৩০৯ ভোটে জয়ী হয়েছেন তিনি।
বামফ্রন্ট সমর্থিত সিপিআই(এম) প্রার্থী ঈশ্বর চন্দ্র রায় পেয়েছেন ১৩ হাজার ৬৬৬ ভোট। তাঁকে সমর্থন জানিয়েছিল কংগ্রেস।
প্রাথমিক হিসেব অনুযায়ী ২০২১’র বিধানসভা নির্বাচনের তুলনায় উপনির্বাচনে বিজেপি’র ভোট কমেছে ১০ হাজার ৮৮৫টি। তৃণমূল জিতলেও ভোট কমেছে ২ হাজার ৩৩২টি।
সিপিআই(এম) ২০২১’র বিধানসভায় পেয়েছিল ১৩ হাজার ২২৮ ভোট। তার চেয়ে কিছু বেশি ভোট পেয়েছে এবার।
শুক্রবার ফল ঘোষণা হয়েছে দেশের মোট ৬ রাজ্যের ৭টি আসনে উপনির্বাচনের। ঝাড়খণ্ডের দুমড়িতে এগিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বেবি দেবী। উত্তর প্রদেশের ঘোসিতে এগিয়ে সমাজবাদী পার্টির সুধাকর সিং। কেরালার পুথুপল্লীতে জয়ী কংগ্রেস প্রার্থী চণ্ডী ওমেন।
উত্তরাখণ্ডের বাগেশ্বরে বিজেপি’র পার্বতী রায় জয়ী বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। ত্রিপুরার দুই কেন্দ্র ধনপুর এবং বক্সানগরে বিজেপি সংখ্যার বিচারে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে। কিন্তু উপনির্বাচনের দিন এই দুই কেন্দ্রে তাণ্ডবের ছবি সারা রাজ্যে ধিক্কারের মুখে পড়েছে। ত্রিপুরায় বামফ্রন্ট প্রতিবাদে গণনায় অংশও নেয়নি।
Comments :0