Case Against Nausad

নৌশাদ সহ ৬৮ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু কাশিপুর থানার

রাজ্য জেলা

ফাইল চিত্র

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী সহ ৬৮ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু কাশিপুর থানার পুলিশ। তৃণমূল কর্মী ঋত্বিক চক্রবর্তীর অভিযোগ তার শ্বশুর রাজু নস্করকে মনোনয়ন দিতে যাওয়ার সময় পিটিয়ে খুন করেন নৌশাদ সিদ্দিকীর লোকেরা। ১৬ তারিখ কাশিপুর থানায় এই অভিযোগ দায়ের করেন ওই তৃণমূল কর্মী। তারপরই তৎপরতার সাথে নৌশাদ সহ ৬৮ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।


উল্লেখ্য মনোনয়ন জমার শেষ দিন ভাঙড়ে খুন হন একজন আইএসএফ কর্মী। সেই ঘটনায় অভিযোগের তীর তৃণমূল বিধায়ক সওকাত মোল্লা এবং আরাবুল ইসলামের দিকে। আরাবুল এবং তার ছেলের নামে মামলা দায়ের হলেও সওকাতের নামে কোন মামলা দায়ের হয়নি।
ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকী এই মামলা সংক্রান্ত বিষয়ে জানিয়েছেন যে, তাকে এবং তার দলের লোকদের মিথ্যা মামলায় ফাঁসাতে চাইছে শাসক দল।

Comments :0

Login to leave a comment