পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কি ভাবে হবে, কোন কোন বুথে কতো বাহিনী লাগবে সেই সব রিপোর্ট সোমবার কলকাতা হাই কোর্টে দিতে রাজ্য এবং নির্বাচন কমিশনকে। কেন্দ্রীয় বাহিনী অবমাননা মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিসন বেঞ্চে। সেই শুনানিতে কেন্দ্রের পক্ষ থেকে আদালতে বলা হয় যে রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ একাধিক বিষয় নিয়ে নির্দিষ্ট কথা উল্লেখ করা হয়নি।
কেন্দ্রের কথায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়নি কোন বুথে কতো বাহিনী লাগবে। কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা কোথায় থাকবে তাও বলা হয়নি কমিশনের পক্ষ থেকে। কমিশন শুধু জানিয়েছে প্রতিটা জেলায় বাহিনী মোতায়েন হবে বলে কেন্দ্রকে জানানো হয়েছে।
Comments :0