PANCHAYAT ELECTION

চাকুলিয়ায় ছাপ্পা দিতে এসে পাকাড়ও তৃণমূল নেতা

জেলা

চাকুলিয়ায় ছাপ্পা দিতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পরে গেল তৃণমূল নেতা। চাকুলিয়ার বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কবুতর খুপি বুথের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল।  কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়ে বিদায়ী বিদ্যানন্দপুরের গ্রাম পঞ্চায়েতের  বিদায়ী প্রধান তৃণমূলের জ্যোৎস্না বেগমের স্বামী এবং যুব তৃণমূল নেতা মহম্মদ শাহেনসার (৩৫) মৃত্যু হয়েছে ।


আজ সকাল ১১ টা নাগাদ এই ঘটনা ঘটে।  জখম অবস্থায় চাকুলিয়া তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয়। কিষাণগঞ্জে গিয়ে মৃত্যু হয়েছে।  এদিকে গণ্ডগোলে দুই পক্ষের ৬ জন আহত। তাদেরও চাকুলিয়া ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে জখম এক কংগ্রেস নেতার অবস্থা আশঙ্কাজনক।

Comments :0

Login to leave a comment