আদালতে ফের খারিজ হয়ে গেলো টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর জামিনের আবেদন। সোমবার অর্থীক দুর্নীতি কান্ডে গ্রেপ্তার হওয়া তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তিনটি মামলায় জামিনের আবেদন করা হয় আদালতে। সেই শুনানিতে আদালত সরাসরি খারিজ করে দিয়েছে তার জামিনের আবেদন।
অমরাবতী ইনার রিঙ রোড এবং আঙ্গাল্লু দাঙ্গা মামলায় জামিনের আবেদন করেছিলেন তিনি। অমরাবতী কান্ডে নাইডু সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে যে সেই সময় সরকার বেআইনি ভাবে তাদের ঘনিষ্ট ঠিকাদারদের বরাত পাইয়ে দিয়েছে।
আঙ্গাল্লু মামলায় দাঙ্গার সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে নাইডুর বিরুদ্ধে। গত আগস্ট মাসে টিডিপির একটি সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হয় সেখানে। আন্নামাইয়া জেলার আঙ্গাল্লু এবং চিত্তুর জেলার পুঙ্গানুরুতে পাথর ছোড়া, অগ্নিসংযোগের ঘটনা ঘটে।টিডিপি এবং ক্ষমতাসীন ওয়াইএসআরসিপির বেশ কয়েকজন কর্মী সমর্থক এবং বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন।
বর্তমানে, নাইডু স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ৩০০ কোটি অর্থীক তচরূপের অভিযোগে রাজামহেন্দ্রভারম কেন্দ্রীয় কারাগারে বিচার বিভাগীয় রিমান্ডে রয়েছন।
Comments :0