CRICKET

অলিম্পিকে অন্তর্ভুক্তি ঘটল ক্রিকেটের

খেলা

cricket world cup 2023 india pakistan cricket indian sports bengali news OLYMPICS

২০২৮ লস এঞ্জেলেস অলিম্পিক থেকে অলিম্পিকে ফিরতে চলেছে ক্রিকেট। ১২৮ বছর পর। সোমবার মুম্বই শহরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ১৪১তম বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। যদিও বৈঠকে উপস্থিত সমস্ত সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেননি। ২টি ভোট প্রস্তাবের বিপক্ষে পড়েছে। কিন্তু তাতে অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি আটকায়নি। 

এর আগে মাত্র একবার অলিম্পিকে ক্রিকেটের আসর বসেছিল। ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে। মাত্র ২টি দেশ- ইংল্যান্ড এবং ফ্রান্স ক্রিকেটে অংশ নিয়েছিল। ফ্রান্সকে ১৫৮ রানে হারিয়ে সোনা জিতেছিল ইংল্যান্ড। 

অলিম্পিক কমিটি জানিয়েছে, ২০২৮‘র অলিম্পিকে পুরুষ এবং মহিলা বিভাগে টি-২০ ফর্মাটে ক্রিকেট খেলা হবে। এই প্রসঙ্গে আইসিসি’র চেয়ারপার্সন গ্রেগ বার্কলে জানিয়েছেন, ‘‘ ইনিংস সবে শুরু হয়েছে। এই দুরন্ত অভিযান কোনদিকে এগিয়ে চলে, সেটা দেখার অপেক্ষায় রয়েছি আমরা।’’

ক্রিকেটের পাশাপাশি আরও চারটি খেলাকে অলিম্পিকের ছাড়পত্র দিয়েছে অলিম্পিক কমিটি। সেগুলি হল বেসবল/সফ্টবল, স্কোয়াশ, ফ্ল্যাগ ফুটবল এবং ল্যাকরস। 

Comments :0

Login to leave a comment