আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে ইসলামিক স্টাডিজ বিভাগের পড়ুয়াদের পরীক্ষায় বসতে বাধা খোদ ডিনের।
দীর্ঘদিন ধরে ইসলামিক স্টাডিজ বিভাগের পড়ুয়ারা আন্দোলন চলছে যাচ্ছেন। সোমবার আলিয়ার বিভিন্ন বিভাগে পরীক্ষা শুরু হয়েছে। অন্য ছাত্রছাত্রীদের প্রবেশ করতে দিলে ইসলামিক স্টাডিজ বিভাগকে প্রবেশ করতে দিচ্ছে না আলিয়া বিশ্ববিদ্যালয় আর্টস ফ্যাকাল্টি ডিন।
সোমবার একটি ভিডিওতে দেখা গিয়েছে যে, সেমিস্টার পরীক্ষা দিতে যখন পড়ুয়ারা আসছেন তখন ডিন এবং ডেপুটি রেজিস্টার তাদের বিভাগের নাম জানার পর প্রবেশের অনুমতি দিচ্ছেন। এদের মধ্যে থেকে ইসলামিক স্টাডিজ এর কেউ প্রবেশ করতে চাইলে 'আউট ' বলে সম্বোধন করছেন। প্রবেশ করতে দিচ্ছে না। একপ্রকার তাড়িয়ে দেওয়া হচ্ছে।
আলিয়ার ছাত্র ছাত্রীদের দাবি অবৈধ ভাবে ৬ মাস পেরিয়ে যাওয়ার পরও ১ বছরের বেশি সময় ডিন হিসাবে তিনি আছেন।
Comments :0