Dinhata Shootout

দিনহাটায় শুটআউট, নিহত বিজেপি নেতা

রাজ্য

Dinhata Shootout

প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে শুটআউট দিনহাটায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক বিজেপি নেতার। মৃতের নাম প্রশান্ত কুমার রায় বসুনিয়া। বয়স আনুমানিক ২৬। দীর্ঘদিন দিল্লিতে কর্মরত ছিলেন তিনি। সম্প্রতি বাড়ি ফেরেন।

শুক্রবার দুপুরে দিনহাটা পুটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই প্রশান্তকুমার রায় বসুনিয়ার বাড়িতে ঢুকে তার ওপর গুলি চালায় দুষ্কৃতীরা। আকস্মিক এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েন প্রশান্তের বাড়ির লোকজন। খবর যায় পুলিশে। পুলিশ কর্মীরা তড়িঘড়ি প্রশান্তকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এলে, কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা যায় মৃত প্রশান্ত কুমার রায় বসুনিয়া বিজেপির ২৩ নম্বর মন্ডলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর কারণ ব্যক্তিগত না রাজনৈতিক?  তা নিয়ে চলছে জোর জল্পনা।

Comments :0

Login to leave a comment