KOLKATA DERBY

যুবভারতীর রং লাল হলুদ, বাঁধভাঙা উচ্ছ্বাস ইস্টবেঙ্গল সমর্থকদের

খেলা

durand cup mohun bagan indian football bangladesh army east bengal bengali news round glass punjab

ইস্টবেঙ্গল-১              মোহনবাগান-০

(নন্দকুমার শেখর)

 

মরশুমের প্রথম ডার্বি জিতল ইস্টবেঙ্গল। শনিবার ডুরান্ড কাপের ডার্বিতে মোহনবাগানকে ১-০ হারাল ইস্টবেঙ্গল। 

ম্যাচের আগে যুবভারতীর বাইরে সবুজ মেরুন এবং লাল হলুদ সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ম্যাটাডোরে করে স্লোগান দিতে দিতে সাপোর্টারদের মাঠে আসাডার্বির সেই চেনা ছবি ধরা পড়ল আবারও। 

এদিন বলিউড তারকা ভিকি কৌশল বিশেষ অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন। তাঁকে ভারতীয় সেনাবাহিনী আমত্রণ জানায়। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন তিনি। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণ শুরু করে মোহনবাগান। ফলস্বরূপ ১০ মিনিটের মধ্যে কর্নারও পায় তাঁরা। তবে ফিরতি অ্যাটাকে উঠতে শুরু করে লাল হলুদও। মোহনবাগান গোলরক্ষক ভিশাল কেইথের প্রশংসা করতেই হবে। সেইসঙ্গেবাঁ-প্রান্ত দিয়ে লিস্টন কোলাসোর বারংবার বিপজ্জনক দৌড়সবুজ মেরুনকে অবিরাম অক্সিজেন জুগিয়ে গিয়েছে। 

তবে লিস্টন এবং মনবীরের শট গোলে রূপান্তরিত হলে ফলাফল অন্যরকম হতে পারত। ফার্স্ট হাফ শেষের একটু আগে হলুদ কার্ড দেখেন লাল হলুদ ডিফেন্ডার হরমনজিৎ সিং খাবরা। প্রথমার্ধ গোলশূন্য অবস্থাতেই শেষ হয়। 

দ্বিতীয়ার্ধেও লড়াই শুরু হয় সমানে সমানে। তবে দুটি পরিবর্তন করেন সবুজ মেরুন হেডস্যার জুয়ান ফেরেন্দো। হুগো বুমোস এবং আর্মান্দো সাদিকুর বদলে মাঠে আসেন জেসন কামিংস এবং দিমিত্রি পেত্রাতোস। মাঠে নেমেই ঝলক দেখান দিমিত্রি। একটুর জন্য তাঁর হেড বাইরে যায়। 

তবে আজ যেন লাল হলুদ ঝড়ের অপেক্ষাতেই ছিল যুবভারতী। ম্যাচের ৬০ মিনিটেনন্দকুমারের গোলে লিড নেয় ইস্টবেঙ্গল। নিজেদের অর্ধ থেকে কাউন্টার অ্যাটাকে বল নিয়ে উঠে আসেন নন্দকুমার। মোহনবাগান ডিফেন্সকে গতিতে পরাস্ত করে পেনাল্টি বক্সের ডানদিক থেকে বাঁকানো শট নেন তিনি। বিশাল কাইথকে পরাস্ত করে বল জড়িয়ে যায় জালে। 

 আর এরপরই দলে একটি পরিবর্তন আনেন লাল হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। সৌভিক চক্রবর্তীর বদলে মাঠে আসেন ভ্যান্সপল।  এর কিছু পরে  সিভেরিও এবং বোরহা হেরেরাকেও তুলে নেন কোচ। মাঠে আসেন ভিপি সুহের এবং গুইতে। 

তবে ম্যাচে ফেরার চেষ্টা করে বাগান শিবিরও। কিন্তু একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হল মোহনবাগানকে।

ম্যাচ শেষে সমর্থকদের দিকে ছুটে যান ইস্টবেঙ্গল ফুটবলাররা। দিনের পর দিন ডার্বি না জেতার যে কষ্ট বুকে করে নিয়ে ঘুরছিলেন সমর্থকরাতা যেন একনিমেষে উধাও। 

ম্যাচ শেষে আবেগের বাঁধ ভাঙে। মাঠে ঢুকে ফুটবলারদের আলিঙ্গন করলেন তাঁরা। কেউ করলেন প্রণাম। খেলোয়াড়রাও সমর্থকদের আবেগকে সম্মান জানিয়ে সামিল হন আনন্দ উৎসবে। 

প্রসঙ্গত প্রায় সাড়ে চার বছর পরে কলকাতা ডার্বি জিতল ইস্টবেঙ্গল। এর আগে শেষ ৮টি বড় ম্যাচ টানা জিতে এসেছে মোহনবাগান। এদিন কার্লোস কুয়াদ্রাতের মগজাস্ত্রের জোরে সেই জয়যাত্রায় রাশ টানল লাল হলুদ। 

Comments :0

Login to leave a comment