রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ত্রিপুরায় ৬জন প্রাণ হারালেন। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ত্রিপুরার কুমারঘাটে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ কুমারঘাটে উল্টোরথের শোভাযাত্রা বেরিয়েছিল। রথের উচ্চতা বেশি থাকায় সেটি বিদ্যুৎবাহী হাই টেনশন তারের সংস্পর্শে চলে আসে। এই সংযোগ ঘটার ফলে রথের রশি ধরে থাকা বহু ব্যক্তি নিমেষের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। তাঁদের দেহে আগুন লেগে যায়।
ত্রিপুরা পুলিশের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল(আইনশৃঙ্খলা) জ্যোতিষমান দাস চৌধুরী জানিয়েছেন, লোহার তৈরি রথটি ১৩৩ কিলোভোল্টের বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই ৬জন প্রাণ হারান। বিদ্যুতের তীব্রতায় তাঁদের দেহে আগুন লেগে যায়। গুরুতর জখম অবস্থায় ১৫জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Comments :0