হাওড়ার দাসনগরের সিটিআই ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে একটি স্প্রিং কারখানায় বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। প্রাথমিকভাবে জানা গেছে ওই কারখানার হিট চেম্বার ফেটেই আগুন লাগে। দমকল সূত্রে জানা গেছে, এখনো আগুন নেভানোর কাজ চলছে।
Fire
দাসনগরের স্প্রিং কারখানায় আগুন
×
Comments :0