কারফিউর মধ্যেই মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ফের অশান্তির খবর পাওয়া গেল। বৃহষ্পতিবার ফের দুই গোষ্ঠির মধ্যে সংঘর্ষ। ফলে বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দিল বিক্ষোভকারীরা। এমনটাই জানিয়েছে পুলিশ। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। ইম্ফলের নতুন চেকন এলাকায় এই ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বৈঠক করেও আজ পর্যন্ত মনিপুরে অশান্তির আগুন প্রশমিত করতে পারলেন না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মনিপুরে নামানো হয়েছে র্যােফ। ৩ মে থেকে সে রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। কুকি ও মইতেয়িদের মধ্যে আশান্তি এখনও নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ রাজ্য ও কেন্দ্রের দুই সরকার। গতকাল মনিপুরের একমাত্র মহিলা মন্ত্রী নেমচা কিপজেনের সরকারি আবাসনে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। রাজ্য পুলিশ উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রনে আনতে ব্যার্থ হয়। ঘটনাচক্রে সেই সময়ে বাড়িতে উপস্থিত ছিলেন না নেমচা
Comments :0