Gaighata

গাইঘাটায় বৃদ্ধাকে পিটিয়ে খুন, অভিযুক্ত তৃণমূল

রাজ্য জেলা

মদ্যপ তৃণমূল কর্মীর আচরণের প্রতিবাদ করায় গাইঘাটায় পিটিয়ে মারা হলো এক বৃদ্ধাকে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। সূত্রের খবর মৃত বৃদ্ধা কানন রায়ের ছেলেকে মদ্যপ অবস্থায় গালিগালাজ এবং মারধর করেন এলাকার স্থানীয় তৃণমূল কর্মী সমীর মল্লিক। এই ঘটনার প্রতিবাদ করলে বৃদ্ধা এবং তার পুত্রবধুকে বাঁশ দিয়ে মারা অভিযোগ ওঠে অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে। 
বৃদ্ধার ছেলের কথায় বাঁশ দিয়ে মাথায় মারায় মাটিতে পড়ে যান বৃদ্ধা তারপর ফের তাকে বাঁশ দিয়ে মারে ওই ব্যাক্তি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃদ্ধাকে মৃত বলে ঘোষনা করা হয়। এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের অভিযোগ যুব তৃণমূল নেতা নিরুপম রায়ের মদতে সমীর এলাকায় দাদাগিরি চালায়। স্থানীয় মানুষজন বৃহস্পতিবার নিরুপম রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। পরে গাইঘাটার থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য যুব তৃণমূল নেতার বাড়ির সামনে যখন বিক্ষোভ চলছে তখন পুলিশ তৎপর হয়ে ছুটে আসছে একাবাসীদের সড়িয়ে নিয়ে যেতে। কিন্তু একজন বৃদ্ধাকে যখন পিটিয়ে মারা হচ্ছে তখন পুলিশ প্রশাসন নীরব থাকছে। 
অভিযুক্ত তৃণমূল কর্মীকে চাপের মুখে পড়ে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে।

Comments :0

Login to leave a comment