gaza hospital massacre

গণহত্যা ইজরায়েলের, বোমায় ৫০০ নিহত গাজার হাসপাতালে

আন্তর্জাতিক

বেছে নাগরিকদের বাসস্থানে হামলা চলছিলই। এবার গাজার আল আহলি হাসপাতালে বোমা ফেলল ইজরায়েল। অন্তত ৫০০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। 

রাষ্ট্রসঙ্ঘের ত্রাণ বিভাগ সহ বিভিন্ন দেশ এই হামলাকে গণহত্যা আখ্যা দিয়েছে। 

হাসপাতালে অন্ধকারের মধ্যে চলছে উদ্ধারের কাজ। 

ইজরায়েল আবার বলেছে হামাসের রকেট দিক ভুল করে হাসপাতালে পড়েছে। সংবাদ মাধ্যমের ওকাংশ জানিয়েছে হাসপাতালের ওপর ইজরায়েলের বোমারু বিমানের ছবি ধরে রাখা আছে। 

এর মধ্যেই ইজরায়েলে যাবেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন।

Comments :0

Login to leave a comment