২৪ মে বুধবার প্রকাশিত হবে ২০২৩ এর উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বেলা ১২ নাগাদ উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করা হবে। বেলা ১২:৩০ থেকে পরীক্ষার্থীরা বিভিন্ন সাইটে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজেদের ফল দেখতে পারেন। তবে যেদিন ফল প্রকাশ হবে সেদিন পরীক্ষার্থীদের হাতে মার্কশিট দেওয়া হবে না। ৩১মে ছাত্র ছাত্রীরা নিজেদের স্কুল থেকে মার্কশিট তুলতে পারবেন তারা।
আগামী ১৯ মে মাধ্যমিকের ফলাফল। তার একসপ্তাহের মধ্যে প্রকাশিত হচ্ছে উচ্চ-মাধ্যমিকের ফলাফল। চলতি বছর ১৪ মার্চ থেকে শুরু হয় উচ্চ-মাধ্যমিক পরীক্ষা, শেষ হয় ২৭ মার্চ। এবার পরীক্ষা দেয় ৮লক্ষ ৫২ হাজার পড়ুয়া।
রবিবার সিবিএসই এবং আইএসসির দশম ও দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হয়েছে।
Comments :0