Goalpokhor

লক্ষাধিক টাকার বিদেশি মদ উদ্ধার গোয়ালপোখরে

রাজ্য জেলা

বেশ কিছু সময় ধরেই অবৈধ ভাবে মদ বিক্রির কারবারের অভিযোগ উঠে আসছিল পুলিশের কাছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে পুলিশ একাধিকবার বাজেয়াপ্ত করেছে অধিক পরিমাণে দেশি ও বিদেশি মদের বোতল। ঠিক তেমনই ঘটনা ঘটল গোয়ালপোখর থানার ধরমপুর গেন্নাবাড়ি এলাকায়। শুক্রবার প্রচুর বিদেশি মদ উদ্ধার করল আবগারি দপ্তর। যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। আবগারি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, গোপন সুত্রে খবর পেয়ে গোয়ালপোখর থানার ধরমপুর গেন্নাবাড়ি বাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রচুর ভিন রাজ্যের বিদেশি মদ উদ্ধার করে পাঞ্জিপাড়ার আবগারি দফতরের নিয়ে আসা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষাধিক টাকা। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই চক্রের মাথা কে তা এখনও জানতে পারেনি পুলিশ। তবে কে বা কারা এই কারবারের জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হবে জানিয়ে আবগারি দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক প্রভাত চন্দ্র ঘিসিং। শুরু হয়েছে খোঁজখবর। এই চাঞ্চল্যকর খবরে স্বভাবতই ব্যাপক চাপানউতর তৈরি হয়েছে গোটা এলাকায়।

Comments :0

Login to leave a comment