INDIA VS AUSTRALIA

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড ৪০০ রানের টার্গেট রাখল ভারত

খেলা

CRICKET INDIA AUSTRALIA ONE DAY CRICKET INDIAN SPORTS BENGALI NEWS শতরানের পর শ্রেয়াস আইয়ার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৯৯ রানের পাঁচিল খাড়া করল ভারত। এর আগে ভারত অস্ট্রেলিয়া একদিনের ম্যাচে এত রান হয়নি। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ৫০ ওভারে ৪০০ রান! ভারতের স্কোর ৫০ ওভারে ৩৯৯/৫। 

রবিবার মধ্যপ্রদেশের ইন্দোরের হোলকার স্টেডিয়ামে দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ভারত। এদিন দুরন্ত ছন্দে ছিল ভারতীয় টপ অর্ডার। জোড়া শতরান করেন শুভমান গিল( ১০৪) এবং শ্রেয়াস আইয়ার(১০৫)। কেএল রাহুল ৫২ রানের ইনিংস খেলেন। শেষ অবধি ক্রীজে টিকে থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পর্বত সমান রান তৈরি করতো সাহায্য করেন সূর্যকুমার যাদব। তিনি ৭২ রানে অপরাজিত থাকেন। ইশান কিষাণ ১৮ বলে ৩১ রানের ইনিংস খেলে ভারতীয় রান ইনিংসকে সচল রাখতে ভূমিকা নেন। তুলনায় নিষ্প্রভ ছিলেন রুতুরাজ গায়কোয়াড়। 

অস্ট্রেলিয়ার হয়ে ক্যামেরুন গ্রীণ ২টি উইকেট নিলেও, ১০ ওভারে ১০৩ রান দিয়েছেন! যদিও ৫০ তম তথা নিজের শেষ ওভারে তুলনায় জমাট বোলিং করে ভারতের গতি কিছুটা শ্লথ করেন তিনি। নইলে ভারতের স্কোর ৪১০ ছাড়িয়ে যেতে পারত। প্রায় একই হারে রান দিয়েছেন শন অ্য়াবট। তিনি ১০ ওভার বল করে ৯১ রান দিয়েছেন। নিয়েছেন মাত্র ১টি উইকেট। জশ হ্যাজেলউড এবং অ্যাডাম জাম্পা ১টি করে উইকেট নেন। তাঁদের বোলিং পারফর্মেন্স তুলনায় ভদ্রস্থ ছিল। 

এদিন রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ সিরাজের মত ক্রিকেটারদের ছাড়াই মাঠে নামে ভারত। কিন্তু স্কোরবোর্ড তার কোনও প্রভাব পড়েনি। রবিবারের ম্যাচে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন কেএল রাহুল। 

Comments :0

Login to leave a comment