INDIA VS PAKISTAN

জবাবের ম্যাচে জোরালো ব্যাটিং ভারতের

খেলা

india pakistan cricket asia cup sports bengali news

রবিবার শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। বৃষ্টির জেরে ২৪.১ ওভারের মাথায় ম্যাচ স্থগিত করা হয়েছে। 

 ২৪.১ ওভার শেষে ভারতের স্কোর ১৪৭/২। ক্রীজে রয়েছেন কেএল রাহুল(১৭) এবং বিরাট কোহলি(৮)। ৫৬ এবং ৫৮ রানে আউট হন অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। এদিন ১২১ রানের পার্টনারশিপ গড়েন রোহিত এবং শুভমান। পাকিস্তানের হয়ে উইকেট ২টি নিয়েছেন শাহিন আফ্রিদি এবং শাদাব খান। 

এশিয়া কাপের গ্রুপ স্তরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়াতে পারেননি ভারতীয় ব্যাটাররা। তাসের ঘরের মত ধ্বসে পড়েছিল টপ অর্ডার। সেই ম্যাচ বৃষ্টির কারণে অমীমাংশিত হওয়ায় কোনওক্রমে পরাজয় এড়িয়েছিল ভারত। কিন্তু নক-আউট পর্বে সেই ম্যাচের ‘অ্যাকশন রিপ্লে’ আটকাতে পেরেছে ভারত। জবাবের ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ভারতের টপ অর্ডার। 

 

Comments :0

Login to leave a comment