ভারত-০
সৌদি আরব-২
স শেষ রক্ষা হলনা। এশিয়ান গেমসের প্রি-কোয়ার্টার ফাইনালে সৌদি আরবের কাছে ২-০ গোলে হারল ভারত। প্রথমার্ধে ডিফেন্সিভ ফুটবল খেলে সৌদিকে রুখে দিলেও, দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের একটি স্পেলে জোড়া গোল করেন সৌদির মার্রান। তিনি আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ।
এদিন এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলের প্রি কোয়ার্টারে সৌদি আরবের মুখোমুখি হয় ভারত। প্রথমার্ধ শেষে খেলার ফলাফল ছিল গোলশূন্য।
বুধবার হাংঝৌ’র শিহু স্টেডিয়ামে শক্তিশালী সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নামে ভারত। খাতায় কলমে পিছিয়ে থাকলেও, মাঠের লড়াইয়ে সৌদিকে এক ইঞ্চি জমিও ছাড়েননি সুনীলরা। সৌদি‘র ফুটবলাররা মাঝমাঠের দখল নেওয়ার ক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকলেও, ডিফেন্সের ‘শেপ’ বজায় রেখে প্রথমার্ধে সৌদির সমস্ত আক্রমণকে ভোঁতা করে দিয়েছেন ভারতীয়রা।
প্রথমার্ধের ৪০ মিনিটের মাথায় প্রথম গোল করার মত পরিস্থিতি তৈরি করতে কিছুটা সক্ষম হয় সৌদি আরব। আল-জুয়েইরকে ফাউল করেন গুরকীরাত। রেফারি ফ্রি কিকের নির্দেশ দেন। জুয়েইর শট নেন। সেই শট দক্ষতার সঙ্গে সেভ করেন ভারতের গোলরক্ষক ধীরাজ। সংযুক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ফের একবার বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করলেও সন্দেশ ঝিঙ্ঘানের তৎপরতায় দূর্গরক্ষা হয় ভারতের।
৫১ মিনিটের মাথায় সৌদি আরবকে প্রথম এগিয়ে দেন খালিল মার্রান। আবু আল শামাতের বাঁকানো ক্রসে মাথা ছুঁইয়ে সৌদিকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি। ৫৭ মিনিটে মাঝমাঠ থেকে থ্রু পাস ধরে গোল করে যান মার্রান। তীব্র গতি এবং জোরালো শটে ধীরাজ সহ গোটা ভারতীয় রক্ষণকে ভেঙে ফেলেন তিনি।
ম্যাচের ৮৩ মিনিটে রায়ান হামেদের হেড দারুণ তৎপরতায় বাঁচান ধীরাজ। নইলে স্কোর-লাইন ৩-০ হতে পারত। এই ম্যাচ জয়ের ফলে ১ অক্টোবর কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানের মুখোমুখি হবে সৌদি।
Comments :0