গত ২৩ আগস্ট সন্ধ্যায় চন্দ্রযান ৩ যখন চাঁদের মাটিতে পা রাখছিল তখন কাউন্টডাউনের সময় যেই কন্ঠস্বরটি শোনা যাচ্ছিল সেই কন্ঠ থেমে গেলো রবিবার। রবিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ইসরোর বিজ্ঞানী এন ভালারমতি।
শনিবার ৬৪ বছর বয়সী ভালারমতি হৃপরোগে আক্রান্ত হলে তাঁকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। সেখানেই মৃত্যু হয় তাঁর।
ইসরোর পক্ষ থেকে বিঞ্জানীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। ইসরোর প্রাক্তন প্রধান পিভি ভেঙ্কটকৃষ্ণন এক্সে লিখেছেন যে, ‘‘শ্রীহরিকোটা থেকে ভবিষ্যতে যেই মহাকাশযান গুলি ছাড়া হবে সেখানে আর ভালারমতির কন্ঠ শোনা যাবে না। চন্দ্রযান ৩ ই তাঁর শেষ কাউন্টডাউন।’’
ভালারমতি তামিলনাড়ুর আরিয়ালুতে ১৯৫৯ সালে জন্মগ্রহন করেন। তিনি কোয়েম্বাটোরের সরকারি কলেজ অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার আগে নির্মলা গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেন।
বিজ্ঞানী ১৯৮৪ সালে ইসরোতে যোগদান করেন এবং অসংখ্য মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আরআই স্যাট ১ এর প্রকল্প পরিচালক ছিলেন, ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি রাডার ইমেজিং স্যাটেলাইট (RIS)।
২০১৫ সালে, তিনি প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের সম্মানে তামিলনাড়ু সরকারের আবদুল কালাম পুরস্কার পান।
Comments :0