খুনের হুমকির চিঠি পাওয়ার পর উপাচার্যের কাছে ইস্তফা পাঠালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জুর বসু। শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং জয়েন্ট রেজিস্টারের কাছে একটি চিঠি আসে খুনের হুমকি দিয়ে। সূত্রের খবর সেই চিঠিতে লেখা হয়েছে যে ছাত্র খুনে নাম উঠে আসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা সৌরভ চৌধুরির যদি কোন ক্ষতি হয় তবে তাদের দেখে নেওয়া হবে। সন্ধ্যার এই চিঠির ভিত্তিতে ইতিমধ্যে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর এই ঘটনার পরপরই রেজিস্টার নিজের ইস্তফা পত্র ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউয়ের কাছে পাঠিয়েছেন। ইস্তফা পত্র দিলেও এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তা গ্রহন করা হয়নি।
গত ৯ আগস্ট যাদবপুরে খুন হন প্রথম বর্ষের একজন ছাত্র। সেই ঘটনায় অভিযুক্ত সৌরভ চৌধুরি ইতিমধ্যে জেলে রয়েছেন। মোট ১৩ জন এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। ছাত্র মৃত্যুর এই ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিকে আঙুল উঠেছে। লালবাজারে একাধিক বার হাজিরা দিয়েছেন রেজিস্টার।
Comments :0