Jadavpur University

পদত্যাগ করলেন ডিন, ফরেন্সিক আধিকারিকরা গেলেন হোস্টেলে

রাজ্য কলকাতা

ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে যখন উত্তপ্ত গোটা জাদবপুর। সেই সময় নিজের পদ থেকে ইস্তফা দিলেন বিশ্ববিদ্যালয়ের বিঞ্জান বিভাগের ডিন সুবেনয় চক্রবর্তী। কর্তৃপক্ষকে দেওয়া চিঠিতে অধ্যাপক চক্রবর্তী উল্লেখ করেছেন যে ব্যাক্তিগত কিছু কারণের জন্য তিনি তার পদ থেকে ইস্তফা দিচ্ছেন। 
শনিবার রাতে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দবোস বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের অধ্যাপক বুদ্ধেদব সাউকে উপাচার্য পদে নিয়োগ করেছেন। অধ্যাপক সাউ আরএসএস ঘোনিষ্ট বলেই পরিচিত।


গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলে খুন হন প্রথম বর্ষের এক পড়ুয়া। পরিবারের অভিযোগ সে র্যানগিংয়ের শিকার। তিন তলার বারান্দা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

ইতিমধ্যে এই ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে লালবাজার। পুলিশ সূত্রে খবর ধৃতরা জেরায় আরও কয়েকজনের নাম জানিয়েছে যারা এই ঘটনার সাথে জড়িত।
সোমবার ফরেন্সিক আধিকারিকদের একটি দল যাদবপুরের হোস্টেলে যায় এবং সেখানে গিয়ে মৃত পড়ুয়ার সম উচ্চতায় এবং সম ওজনের একটি পুতুল ওপর থেকে ফেলে তদন্তের বিভিন্ন দিক তারা খতিয়ে দেখেন।

Comments :0

Login to leave a comment