ছাত্র মৃত্যুর ২৫দিন পর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউয়ের কাছে রিপোর্ট জমা করলো বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির। উপাচার্যের কাছে যেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে তাতে র্যাাগিংয়ে অভিযুক্ত চার বর্তমান ছাত্রকে আজীবন বিশ্ববিদ্যালয়ের থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে কমিটির পক্ষ থেকে। এর পাশাপাশি এই ঘটনায় অভিযুক্ত প্রাক্তন ছাত্রদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে তদন্ত কমিটির পক্ষ থেকে।
উপাচার্যের কাছে যেই রিপোর্ট জমা পড়েছে তাতে অভিযোগ করা হয়েছে যে বহু আবাসিক তদন্তকারি দলকে ভুল সাক্ষ দিয়েছে যার ফলে তদন্ত অন্যদিকে মোড় নিয়েছে। যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে রিপোর্টে।
গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক ছাত্রের। পরিবারের পক্ষ থেকে র্যাকগিংয়ের অভিযোগ করা হয়। তদন্ত শুরু করে লালবাজার। ১৫ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। সেই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এদিন সেই কমিটির রিপোর্ট জমা পড়েছে উপাচার্যের কাছে।
Comments :0