Karnataka bus service

মহিলাদের জন্য বিনামুল্যে বাস পরিষেবা চালু হচ্ছে কর্ণাটকে

জাতীয়

সরকার গঠনের পরপরই ২০০ ইউনিট বিনামুল্য বিদ্যুতের প্রতিশ্রুতি পুরন করেছে কর্ণাটকের কংগ্রেস সরকার। এবারে সরকারি বাসে মহিলাদের জন্য শুরু হতে চলেছে বিনামুল্যে পরিষেবা। সরকারি বাসে উঠলে টিকিট কাটতে হবে না মহিলাদের। রবিবার থেকে শুরু হবে এই পরিষেবা। সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘শক্তি’।

কংগ্রেস সূত্রে খবর দলের বিধায়করা নিজেদের বিধানসভা এলাকায় আনুষ্ঠানিক ভাবে এই প্রকল্পের উদ্বোধন করবেন। সূত্রের খবর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিজে একটি বাসে কন্ডাক্টরের ভূমিকা পালন করবেন। তিনি নিজে বাসে ওঠা মহিলা যাত্রীদের হাতে টিকিট তুলে দেবেন। 

বিধানসভা নির্বাচনের আগে পাঁচ জনমুখি প্রকল্পের ঘোষণা করা হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে। সরকার গঠনের পর কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় যে এক মাসের মধ্যে তারা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পুরন করবে।  

Comments :0

Login to leave a comment