পুলিশ আসল অপরাধীদের আড়ালের চেষ্টা করছে। হয়েছে বড় অঙ্কের টাকার লেনদেন। এই অভিযোগ তুলে মঙ্গলবার রাতে কসবা থানার সামনে বিক্ষোভে ফেটে পড়লেন কয়েকশো সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের মধ্যে মহিলাদের সংখ্যা উল্লেখযোগ্য।
প্রসঙ্গত, সোমবার কসবার এক বেসরকারি স্কুলে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘটে। সেই ঘটনার প্রেক্ষিতে খুনের মামলা দায়ের করে পুলিশ। যদিও মঙ্গলবার সকালে ঘটনাস্থল ঘুরে দেখেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। তাঁরা জানান, ছাত্রটি আত্মহত্যা করে থাকতে পারে।
অপরদিকে মঙ্গলবার রাতে ময়নাতদন্তের পরে ছাত্রটির দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সেই দেহ নিয়ে কসবা থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন মৃত ছাত্রের পরিজনরা। স্থানীয় মানুষও অবরোধে সামিল হয়। অবরোধের ফলে রুবি থেকে রাসবিহারী অবধি রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছে।
বিক্ষোভকারীদের দাবি, মুখ্যমন্ত্রীকে ঘটনাস্থলে এসে দোষীদের শাস্তি সুনিশ্চিত করতে হবে।
Comments :0