মণিপুরের গোষ্ঠী সংঘর্ষের জের। এন বীরেন সিং সরকার থেকে সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করল কুকি পিপল্স অ্যালায়েন্স।
মণিপুর বিধানসভায় মোট আসন সংখ্যা ৬০। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে ২টি আসনে জয়ী হয় কুকি পিপল্স অ্যালায়েন্স বা কেপিপি। পরবর্তীকালে তাঁরা বিজেপি সরকারকে সমর্থনের সিদ্ধান্ত নেয়। এই নির্বাচনে বিজেপি জিতেছিল ৩৭টি আসনে।
কেপিপি’র তরফে তাঁদের সিদ্ধান্তের কথা রাজ্যপাল অনুসূয়া উইকেইকে চিঠি দিয়ে জানানো হয়েছে। চিঠিতে কেপিপি’র সভাপতি তংম্যাং হাওকিপ লিখেছেন, বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে আমাদের মনে হয়েছে, এন বীরেন সিং সরকারকে সমর্থন করে সাধারণ মানুষের উপকার করা সম্ভব নয়। তাই আমরা সমর্থন প্রত্যাহারের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি।
রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, আসন সংখ্যার নিরিখে মণিপুরে সুবিধাজনক অবস্থায় রয়েছে বিজেপি। তাই কুকি-মেইতেই গোষ্ঠী সংঘর্ষ ঠেকাতে ব্যর্থ হলেও সরকার হারানোর ভয় নেই এন বীরেন সিংয়ের। কিন্তু সরকারের ছোট শরিকরা ইতিমধ্যেই জোট ছাড়তে শুরু করেছেন, কারণ তাঁরা তাঁদের প্রভাব বলয়ে থাকা সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ। এর থেকেই স্পষ্ট, সংখ্যার নিরিখে শক্ত জায়গায় থাকলেও রাজনৈতিক পরিস্থিতির নিরিখে মণিপুরে টালমাটাল অবস্থায় রয়েছে বিজেপি।
৩ মাস ধরে গোষ্ঠী সংঘর্ষের আগুনে পুড়ছে মণিপুর। সরকারি হিসেব অনুযায়ী, সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শতাধিক সাধারণ মানুষ। যদিও বেসরকারি হিসেবে সংখ্যাটা অনেকটাই বেশি। সংঘর্ষের ফলে ঘরছাড়া হয়েছেন ৬০ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই দুই মহিলাকে নগ্ন করে ঘোরানো এবং তাঁদের ধর্ষণ করার ভিডিও ফুটেজ সামনে এসেছে। এতকিছুর পরেও মণিপুরের মুখ্যমন্ত্রীর চেয়ার ছাড়তে নারাজ এন বীরেন সিং।
Comments :0