মনসুর আলমের শেষযাত্রা কর্মসূচী সম্পর্কে সি পি আই (এম) চোপড়া ২ এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার জানিয়েছেন, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তাঁর দেহ ময়নাতদন্তের পর আনুমানিক বিকেল চারটায় লালবাজার গ্রামে আসবে। লালবাজার পার্টি অফিসে শায়িত রাখা হবে। সেখানে এলাকার মানুষ শেষ শ্রদ্ধা জানাবেন।
লালবাজার থেকে পীরসাহেব মোড় পর্যন্ত মনসুরের দেহ নিয়ে শোক মিছিল হবে বলে জানিয়েছে নেতৃত্ব।
Comments :0