Mansur Alam

কমরেড মনসুরকে শ্রদ্ধা শিলিগুড়িতে, বিকেলে আনা হবে গ্রামে

রাজ্য

চোপড়ার তৃণমূল দুষ্কৃতিদের গুলিতে নিহত কমরেড মনসুর আলমকে শিলিগুড়ির বে-সরকারি নার্সিং হোমে এসে শেষ শ্রদ্ধা জ্ঞাপন পার্টির নেতৃত্ব অশোক ভট্টাচার্য, সমন পাঠক  সহ অন্যান্য নেতৃত্বের।

মনসুর আলমের শেষযাত্রা কর্মসূচী সম্পর্কে সি পি আই (এম) চোপড়া ২ এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার জানিয়েছেনউত্তরবঙ্গ মেডিকেল কলেজে তাঁর দেহ ময়নাতদন্তের পর আনুমানিক বিকেল চারটায় লালবাজার গ্রামে আসবে। লালবাজার পার্টি অফিসে শায়িত রাখা হবে। সেখানে এলাকার মানুষ শেষ শ্রদ্ধা জানাবেন। 

লালবাজার থেকে পীরসাহেব মোড় পর্যন্ত মনসুরের দেহ নিয়ে শোক মিছিল হবে বলে জানিয়েছে নেতৃত্ব।

Comments :0

Login to leave a comment