PANCHAYAT ELECTION

মালদহে ফের ভাঙন তৃণমূলে

জেলা

পঞ্চায়েত নির্বাচনের শেষ লগ্নে আবার ভাঙ্গন হল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে। বৃহস্পতিবার ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া অঞ্চলের নূতন নঘরিয়া গ্রামে ৪০০ জন তৃণমূল ছেড়ে বামফ্রন্ট ও কংগ্রেসের হয়ে কাজ করার কথা ঘোষণা করলেন। উপস্থিত ছিলেন সিপিআই(এম) এর জেলা সম্পাদকমন্ডলীর  সদস্য অধিক মিশ্র, অনিমেষ সিনহা ও কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম সহ অন্যান্যরা। এ প্রসঙ্গে কৌশিক মিশ্র বলেন, ‘‘এই ব্লকের ৩১ নং জেলা পরিষদ আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী বার বার প্রচার করছিলেন যে বামফ্রন্ট ও কংগ্রেস ছেড়ে শয়ে শয়ে কর্মী নাকি তৃণমূলে যোগ দিচ্ছে। আমরা আজ তার পাল্টা জবাব দিলাম।’’ অন্যদিকে কংগ্রেস নেতা মোত্তাকিন আলম বলেন, ‘‘বামফ্রন্ট ও কংগ্রেস জোট বেঁধে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। আজকের যোগদানে তা আরো শক্তিশালী হল।’’ 

Comments :0

Login to leave a comment