পঞ্চায়েত নির্বাচনের শেষ লগ্নে আবার ভাঙ্গন হল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে। বৃহস্পতিবার ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া অঞ্চলের নূতন নঘরিয়া গ্রামে ৪০০ জন তৃণমূল ছেড়ে বামফ্রন্ট ও কংগ্রেসের হয়ে কাজ করার কথা ঘোষণা করলেন। উপস্থিত ছিলেন সিপিআই(এম) এর জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অধিক মিশ্র, অনিমেষ সিনহা ও কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম সহ অন্যান্যরা। এ প্রসঙ্গে কৌশিক মিশ্র বলেন, ‘‘এই ব্লকের ৩১ নং জেলা পরিষদ আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী বার বার প্রচার করছিলেন যে বামফ্রন্ট ও কংগ্রেস ছেড়ে শয়ে শয়ে কর্মী নাকি তৃণমূলে যোগ দিচ্ছে। আমরা আজ তার পাল্টা জবাব দিলাম।’’ অন্যদিকে কংগ্রেস নেতা মোত্তাকিন আলম বলেন, ‘‘বামফ্রন্ট ও কংগ্রেস জোট বেঁধে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। আজকের যোগদানে তা আরো শক্তিশালী হল।’’
PANCHAYAT ELECTION
মালদহে ফের ভাঙন তৃণমূলে
×
Comments :0