পাঞ্জাবের সাংগ্রুর জেলা আদালতে খাড়গের বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের করেন বজরঙ দল হিন্দুস্থান নামে একটি সংগঠনের সভাপতি হিতেশ ভরদ্বাজ। সেই মামলার প্রেক্ষিতে সোমবার খাড়গেকে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত।
প্রসঙ্গত, কর্ণাটকের প্রচারে কংগ্রেস বজরঙ দলকে আল-কায়দা এবং সিমির সঙ্গে তুলনা করে। কংগ্রেস জানান, এই সংগঠনগুলির মতো বজরঙ দলও সন্ত্রাস সৃষ্টি করে। ধর্ম এবং জাতের নামে দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ ঘটায়।
নিজেদের নির্বাচনী ইস্তেহারে কংগ্রেসের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, জয়ী হলে কর্ণাটককে ‘সার্ভা জানানগডা শান্থিয়া ঠোটা’ বা সমস্ত সম্প্রদায়ের শান্তিতে বসবাস যোগ্য বাগান হিসেবে গড়ে তোলা হবে। সেই প্রতিশ্রুতির অঙ্গ হিসেবেই পিএফআই এবং বজরঙ দলকে নিষিদ্ধ করার কথা বলা হয়।
যদিও ইতিমধ্যেই বিজেপির তরফে এর বিরুদ্ধে হুঙ্কার দেওয়া হয়েছে। কর্ণাটকের সদ্য প্রাক্তন বিজেপি সরকারের মন্ত্রী সিএন অশ্বথনারায়ণ কংগ্রেসকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, ক্ষমতা থাকলে কংগ্রেস বজরঙবলীর ভক্তদের গায়ে হাত দিয়ে দেখাক।
এর পাল্টা কংগ্রেসের তরফে বলা হয়েছে, বজরঙবলী বা হনুমান বিজেপির ব্যক্তিগত সম্পত্তি নয়। বরং বিজেপি এবং আরএসএস বজরঙবলীর নাম ব্যবহার করে হিংসা ছড়িয়েছে। নিজেদের বজরঙবালী ভক্ত দাবি করে কর্ণাটকের কংগ্রেস সমর্থকরা বলছেন, বজরঙবলী কংগ্রেসকে আশির্বাদ করেছেন। তাই নির্বাচনে বিজেপি সাফ হয়ে গিয়েছে।
Comments :0