Rape in darjeeling

দার্জিলিং-এ ধর্ষিত নাবালিকা, গ্রেপ্তার প্রতিবেশী

জেলা

সম্প্রতি মালদহের পর এবার ধর্ষনের ঘটনা ঘটলো দার্জিলিং জেলায়। ঘটনাটি ঘটে ভারত-নেপাল সীমান্তের কাছে পানিসারি গ্রামের খড়িবাড়ি এলাকায়।পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে ৬৮ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ।
এফআইআর সুত্রে জানা গিয়েছে, এই ঘটনা প্রায় এক মাস ধরে ঘটে চলেছে। মেয়েটি বাড়িতে একা থাকাকালীন অভিযুক্ত ওই প্রতিবেশী বাড়িতে আসতেন, এবং ধর্ষনের পর প্রতিবার মেয়েটিকে ১০ টাকা দিতেন। ঘটনা সামনে আনতে চাইলে মেয়েটিকে খুনের হুমকি দেয় বলেও জানা গিয়েছে। এই ঘটনার পরই মেয়েটির পরিবার এফ‌আইআর দায়ের করেন। 
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘‘অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তাঁর বিরুদ্ধে পকসো ‌আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি, মেয়েটিকে পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে’’ তিনি জানান, ‘‘এই বিষয়ে তদন্ত চলছে’’।

Comments :0

Login to leave a comment