Morocco earthquake

মরক্কোয় ভূমিকম্পে মৃত ৮০০ ছাড়িয়ে, সহায়তার বার্তা বিশ্বজুড়ে

আন্তর্জাতিক

ভয়াবহ ভূমিকম্পে মরক্কোয় মৃত্যু হয়েছে অন্তত ৮২০ জনের। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ধ্বংসস্তূপ সরালেই মিলছে মৃতদেহ। তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পকে মনে করাচ্ছে বিধ্বস্ত মরক্কো। 

শুক্রবার রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে আফ্রিকা মহাদেশের এই দেশ। ওই দেশের প্রশাসনের পক্ষ থেকে শনিবার সকালে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত ভূমিকম্পের কারণে ৬৩২ জনের মৃত্যুর পাশাপাশি ৩২০ জন আহত হয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে তাদের পক্ষ থেকে উদ্ধার কাজ চালানো হচ্ছে। তাদের অনুমান সময় বাড়ার সাথে সাথে মৃত এবং আহতের সংখ্যা বাড়তে পারে।
দিল্লিতে চলতে থাকা জি২০’র বৈঠকে মরক্কোর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের নেতারা। সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে কোনও সাহায্যের জন্য তৈরি রয়েছে চীনও, এই মর্মে বিবৃতি দিয়েছেন রাষ্ট্রপতি শি জিনপিঙ। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক পাঠিয়েছেন বার্তা। 

Comments :0

Login to leave a comment