গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নাগাড়ে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। জল জমে রয়েছে বেশির ভাগ এলাকায়। এই পরিস্থিতিতে ঘটে গেল দুর্ঘটনা। মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হলো ছেলে। রবিবার সকাল দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের আদরপাড়া দক্ষিণেশ্বর কালীবাড়ি সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গেছে যে বাড়িতে বসবাস করতেন ওই পরিবার। সেই বাড়িতে রাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে রাতেই ফের বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করে দিয়ে যান। এদিন সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান ননীবালা রায়(৫৩)। মায়ের চিৎকার শুনে তাঁকে বাঁচাতে যান ছেলে টিঙ্কু রায়। মাকে ধরতেই তিনিও বিদ্যুতস্পৃষ্ট হয় হন। বিদ্যুতের ছোবলে মা ও ছেলে দুজনেই মাটিতে লুটিয়ে পড়েন। তাদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেল চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে খবর অল্পের জন্য রক্ষা পেয়েছেন টিঙ্কু রায়ের স্ত্রী ও ছেলে ও মেয়ে।
স্থানীয়েদের অভিযোগ বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ভুলের মাশুল দিতে হলো এই পরিবারকে। তাদের দাবি গোটা শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা। যদিও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা স্থানীয়দের দাবি মানতে নারাজ। তাদের দাবি কর্মীদের দাবি হাউজ ওয়্যারিং’র ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ ও দমকল কর্মীরা। দুটি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Comments :0