Central force

বুথে থাকবে না কেন্দ্রীয় বাহিনী

রাজ্য

কোন বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে না পঞ্চায়েত ভোটে। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কোন কথার উল্লেখ নেই। কমিশন নির্দেশিকায় জানিয়েছে যে, নাকা চেকিং এবং টহলদারির জন্য বাহিনীকে ব্যবহার করা হবে।

পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই বিরোধীরা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি জানিয়ে এসেছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল এই লড়াই। রাজ্য এবং কমিশন কোন ভাবেই কেন্দ্রীয় বাহিনী ভোটে চায়নি। কিন্তু চাপে পড়ে ৮০০ কোম্পানি বাহিনী চায় নির্বাচন কমিশন। কিন্তু বাহিনী চাইলেও তাদের কোথায় মোতায়েন করা হবে। কোন বুথে কত বাহিনী থাকবে তার কোন হলফ নামা আদালতে তারা জমা দিতে পারেনি। অন্যদিকে মনোনয়ন পর্ব ঘিরে যে ভাবে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালিয়েছে তৃণমূল তাতে ভোটে বুথে বাহিনীর দাবি জানিয়েছিল কংগ্রেস।

এই পরিস্থিতিতে কমিশনের এই বিজ্ঞপ্তি নতুন করে ভোটের সাতদিন আগে বিতর্ক তৈরি করেছে।

Comments :0

Login to leave a comment