Maheshtala

মহেশতলায় জোড়া খুনে ধৃত এক

রাজ্য জেলা

মহেশতলায় জোড়া খুনের জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত পেশায় রাজমিস্ত্রি, মুর্শিদাবাদের বাসিন্দা।গত ১২ মে মহেশতলা থানার অন্তর্গত সরকার পলের ঠাকুমা ও নাতি খুনে সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করেই মিলল সাফল্য। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে গৃহশিক্ষকের বয়ান অনুযায়ী ওই দিনের দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ গুলিকে খতিয়ে দেখছিলেন তদন্তকারী আধিকারিকরা। 

ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন এক ব্যক্তি ছাতা মাথায় ওই বাড়িতে প্রবেশ করছে, আবার খানিক বাদেই সে বেরিয়েও যায়। কিন্তু পরিবারের কেউই ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি। তাই ওই ব্যক্তি কখন কিভাবে এবং কোন দিক দিয়ে এই বাড়ির দিকে এলো সেটা বোঝবার জন্য রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ গুলিকে ভালো করে খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় ওই ব্যক্তি মন্ডল পরিবারের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে সাইকেলটি রেখে পায়ে হেঁটেই ওই বাড়িতে এসেছিল এবং চলে যাওয়ার সময় হাফপ্যান্ট পড়ে বেরিয়েছিল। আর তাতেই পুলিশের সন্দেহ বেড়ে যাওয়ায় ওই ব্যক্তির ছবি বিভিন্ন জায়গায় পাঠিয়ে এর সম্পর্কে বিশদ জানতে গিয়ে জানা যায়, ওই ব্যক্তির নাম ইসব শেখ ওরফে ইউসুফ।  বাড়ি মুর্শিদাবাদে হলেও কালিতলা থানা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকে। তবে তাকে গ্রেপ্তার করা হয় ঠাকুরপুকুর এলাকা থেকে। পুলিশি জেরায় ইউসুফ জানিয়েছে মন্ডল পরিবারের বাড়ি তৈরির সময় সে এখানেই কাজ করছিল । 

সেই সময় তার মনে হয়েছিল এদের পরিবার বেশ বড়লোক এদের কাছ থেকে মোটা অংকের টাকা ও গহনা পাওয়া যাবে। সেই লোভেই  এই খুন।

Comments :0

Login to leave a comment