Darjeeling

দার্জিলিংয়ে বাড়ি চাপা পড়ে মৃত এক

রাজ্য জেলা

দার্জিলিংয়ে বাড়ি ভেঙে মৃত্যু হলো এক ব্যাক্তির। একটানা বৃষ্টির কারণে পাহাড়ের বিভিন্ন এলাকায় ধস নেমেছে। ব্যাহত হয়েছে যান চেলাচল। বেড়েছে নদীর জলস্তরও।
প্রশাসন সূত্রে খবর মৃত ব্যাক্তির ওপর বাড়ি ভেঙে পড়ে। সেই বাড়ি চাপা পড়ে তার মৃত্যু হয়েছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকার একাধিক বাড়িতে ফাটল লক্ষ করা গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত সেই সব বাড়ির বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরিত করা হয়নি। তবে সেই কাজ দ্রুত শুরু করা হবে বলে জানা গিয়েছে।
এই পরিস্থিতিতে মৃত ব্যাক্তির দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment