INDIA

এনডিএ বনাম ইন্ডিয়া

জাতীয়

২০২৪ এর লোকসভা নির্বাচনে বিরোধীরা লড়বে ‘ইন্ডিয়া’ নামে। ইন্ডিয়ান ন্যাশেনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স, এই নামকে সামনে রেখে ‘এনডিএ’র বিরুদ্ধে লড়বে বিরোধীরা।
বেঙ্গালুরুতে হওয়া দুদিনের ২৬টি বিরোধী দলের বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে খাড়গে জানিয়েছেন যে, আগামী বৈঠক মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। তারিখ এদিন ঘোষণা করা হয়নি। এছাড়া খাড়গে জানিয়েছেন ওই বৈঠক থেকে ১১ জনের একটি সমন্বয় কমিটি গঠন করা হবে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘‘এই লড়াই কোন নেতার বিরুদ্ধে নয়। কোন রাজনৈতিক জোটের বিরুদ্ধে নয়। এমনকি দুটি রাজনৈতিক বিন্যাসের লড়াইও কেবল মাত্র নয়। এই লড়াই দেশ বাঁচানোর লড়াই, এই লড়াই ভারত চেতনাকে বাঁচানোর লড়াই। বিজেপির বিচার ধারার বিরুদ্ধে আমরা লড়ছি। কারণ দেশের বিচার ধাবার বিপক্ষে বিজেপি। ভারতের বিচার ধারার বিরুদ্ধে যেই লড়াই করেই সেই পরাজিত হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘বিজেপি সরকার এবং নরেন্দ্র মোদী আক্রমণ চালাচ্ছে দেশের মানুষের ওপর, বেকারি বাড়ছে, জিনিসের দাম বাড়ছে। আর বিপুল সম্পদ কয়েকজন মাত্র লোকের হাতে যাচ্ছে।’’

Comments :0

Login to leave a comment