INDIA PAKISTAN CRICKET

পাকিস্তানকে ২২৮ রানে হারালো ভারত, কুলদীপের ৫ উইকেট

খেলা

cricket asia cup india pakistan indian cricket virat kohlim babar azam bengali news

রান তাড়া করতে নেমে প্রথম থেকেই বেকায়দায় পড়ে পাকিস্তান। ৩৫৭ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ৩২ ওভারে, ১৩২ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। বৃষ্টির জন্য দীর্ঘক্ষণ স্থগিত থাকার পরে  খেলা শুরু হয়। 

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের টপ ফোর-এর রিজার্ভ ডে’র খেলায় মুখোমুখি হয়েছিল  ভারত-পাকিস্তান।  টপ অর্ডারের দাপুটে ব্যাটিংয়ের জেরে ৫০ ওভারে ৩৫৬ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার ইমাম-উল-হক(৯) এবং অধিনায়ক বাবর আজম(১০)’র উইকেট হারায় পাকিস্তান। তারপর থেকে ক্রমেই একে একে প্যাভেলিয়নে ফেরত যান পাক খেলোয়াড়রা।

এদিন পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ফখর জামান। ২৩ রান করেন সালমান আলি আঘা এবং ইফতিকার আহমেদ। এছাড়া আর কোনও পাক ব্যাটার বলার মত রান করতে পারেননি। 

ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন কুলদীপ যাদব। তিনি ৫ উইকেট নেন। এছাড়া জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া এবং শার্দুল ঠাকুর ১টি করে উইকেট নেন। 

Comments :0

Login to leave a comment