PANCHAYAT ELECTION

সন্ত্রাসের আবহেও সাহসী লড়াই পূর্ব বর্ধমানে

জেলা

সন্ত্রাসের আবহেও দুরন্ত প্রতিরোধ পূর্ব বর্ধমানের রায়নাতে। কাঁকসাতে ভোট লুট করতে এসে মার খেয়ে পালিয়েছে তৃণমূল। তৃণমূলী দুষ্কৃতীদের বাইক জ্বালিয়ে দিয়েছে সাধারণ মানুষ। বড়শুল ব্লকেও গ্রামবাসীদের প্রতিরোধে পিছু হটেছে দুষ্কৃতী বাহিনী। মেমারিতে ১০ বুথ সকাল বেলা দখল করলেও পাল্টা প্রতিরোধে অনেকগুলি বুথ দখলমুক্ত করতে পেরেছে সিপিআই(এম)। এখনো পর্যন্ত মেমারিতে প্রবল ভাবে লড়াইয়ে বামফ্রন্ট। কেতুগ্রাম এবং বর্ধমান সদরের কিছু অংশ ছাড়া, সাহসের সাথে ভোট লুট রুখছে করাচ্ছে সিপিআই(এম) ।


২০১১-র পর প্রথম সন্ত্রাসমুক্ত ভোট হচ্ছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের জেমুয়া পঞ্চায়েতে। সেখানে প্রতি বুথে এজেন্ট বসেছে এবং বাইরে ক্যাম্প অফিস। এদিন কাঁকসা অঞ্চলে সকাল থেকে আক্রমণ তৃণমূলের। সেই আক্রমণের মুখে বুথ ছেড়ে পালিয়েছে বিজেপি।এলাকার মানুষকে নিয়ে প্রায় ১ ঘন্টা প্রতিরোধ করে,তৃণমূলকে ফাঁকা করে দিয়ে মানুষের ভোট দান সুনিশ্চিত করেছে সি পি আই (এম)। বীরভূম জুড়েও দুরন্ত লড়াই দিচ্ছে বামফ্রন্ট। রামপুরহাট সাবডিভিশনে অসাধারণ প্রতিরোধ।

Comments :0

Login to leave a comment