লাশের পর লাশ! রক্তের হোলির আবহেই চলছে পঞ্চায়েত নির্বাচন। অন্ধ হয়ে বসে আছে নির্বাচন কমিশন। নিস্ক্রিয় পুলিশ। ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ চলছে। প্রায় প্রতিটি বুথেই হিংসা, প্রাণহানী, ছাপ্পার খবর আসছে সকাল থেকেই। মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর ২৪ পরগনা, নদিয়ায়। সকাল ৯ টা পর্যন্ত গোটা রাজ্যে ভোট পড়েছে ১০.২৬ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত নন্দীগ্রাম এক এবং দুই নম্বর ব্লকে ভোট পড়েছে যথাক্রমে ৮.৮৭ শতাংশ এবং ৯.২৬ শতাংশ। পশ্চিম বর্ধমানে ভোটদানের হার ১০.৭২।
PANCHAYAT ELECTION
ভোটদানের হার কম
×
Comments :0